দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ শে মার্চ-২০২৩ইং রোজ রবিবার বৈকাল ৪ ঘটিকায় উপজেলা ক্যাম্পাস চত্বরে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসের সংবর্ধনা, আলোচনা সভা,পুরুষ্কার বিতরনী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক(এমপি)।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,সহকারী পুলিশ সুপার(শিক্ষানুবিশ)গোলাম মোর্শেদ, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদ্বৈত্য কুমার অপু,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল ইফরান,থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,বীরমুক্তিযোদ্ধাদ্বয় হাবিবুর রহমান,মোস্তাক আহমেদ,আব্দুর রহিম,ইসাহাক আলী,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান,শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক,সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।