রিপোর্টারঃ বিরামপুর প্রতিনিধি–দিনাজপুরের বিরামপুরে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ(নবী)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার ২০জুন-২০২৩ইং সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ৭ শত ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়।
এসময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,কাউন্সিলর মোজাম্মেল হক,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,উপকারভোগী কৃষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান,উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭শ ৯০জন কৃষকের মাঝে ৫কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।