রিপোর্টারঃ দিনাজপুর প্রতিনিধি–দিনাজপুরের বিরামপুর উপজেলার সম্মানিত সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্ল্যাহ আল ইফরান,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারঃ)অদ্বৈত্য কুমার অপু, মহিলা কলেজের অধ্যক্ষ(ভারঃ)মেসবাউল হক,থানা অফিসার ইনচার্জ(ওসি)সুমন কুমার মহন্ত,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরল ইসলাম,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ আরও অনেকে।এর আগে বিরামপুর উপজেলার বিভিন্ন সমস্যা,সাফল্য ও সম্ভাবনা নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুধীবৃন্দরা।
এছাড়া মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীরমূক্তিযোদ্ধা,বিভিন্ন স্কুল-কলেজের প্রধান,সুশীল সমাজের প্রতিনিধি,সুধিজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।