রিপোর্টারঃ নয়ন হাসান,বিরামপুর উপজেলা প্রতিনিধি–দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২ ও ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১১জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু।
এসময় বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার অপু, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল,থানার তদন্ত(ওসি)মমিলু্ন ইসলাম,যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালেয়র প্রধান,শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবক,সুশীলসমাজ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।