"ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে"এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২লা মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরমান হোসেন,সুধীজন জনসহ অত্র উপজেলার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।