আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতা ও বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি বলেছেন,বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত আছে।বিএনপি দেশের সব অর্জন নস্যাৎ করতে চায়। তাদের ষড়যন্ত্র-চক্রান্ত রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গতকাল শনিবার বগুড়া শহরে সংসদ সদস্যের বাসভবনে নন্দীগ্রাম উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি তানসেন এসব কথা বলেন।তিনি বর্তমান বাজারে দ্রব্যমুল্যের উর্ধগতি রোধকল্পে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।সভায় অন্য বক্তারা নন্দীগ্রাম উপজেলার রনবাঘা হাট, ওমরপুর হাট,কাহালুর জামগ্রাম হাটসহ সকল হাট বাজারে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত টোল আদায় বন্ধে যথাযথ কতৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজামান কামরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ সভাপতি সুনীল চন্দ্র, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম, সাংগাঠনিক সম্পাদক জিয়াউল হক,দপ্তর সম্পাদক ফেরদৌস আলী,প্রচার সম্পাদক জাহের আলী, আলহাজ্ব শামীম হোসেন,আবু তালেব,আব্দুল করিম,শহিদুল মেম্বার,অনিল,ডাবলু,মুক্তা,ভূট্রো প্রমুখ।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ৩/৬/২০২৩ ইং