রিপোর্টারঃ মোঃ এনামুল হক–নড়াইল জেলা সদর গ্রামীন ব্যাংক কতৃক আয়োজনে চারাগাছ বিতরন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা ১টার সময় গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে এ চারাগাছ বিতরন করেন।এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের এরিয়া ম্যানেজার জনাব আবুল কালাম আজাদ,প্রোগ্রাম অফিসার জনাব সত্যপদ বিশ্বাস,শাখা ম্যানেজার জনাব তপন কুমার নন্দী,অফিস স্টাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল।
সদস্যদের মাঝে চারাগাছ বিতরনের ছবি–
২৫নং সপ্তাহে বৃক্ষরোপনের বিশেষ দিবস ও সপ্তাহে লক্ষমাত্রা ২০জুন-২০২৩ইং রোজ মঙ্গবার গ্রামীন ব্যাংক কতৃক ফলস ও বনজ চারাগাছ বিতরন করেন।বিতরনের পর ম্যানেজার জনাব তপন কুমার নন্দী গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে বক্তব রাখেন।তিনি বলেন প্রত্যেকেই গাছ নিয়ে বাড়িতে রোপন করবেন।গাছ আমাদের কি উপকার দেয় গাছ আমাদের অক্সিজেন দেয়,গাছ আমাদের ফল দেয়,গাছ ছায়া দেয়,গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে,গ্রামীন ব্যাংক মনে করে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার জন্য বিশেষ হিসেবে সদস্যদের মাঝে বৃক্ষ বিতরন করা হয়,পাশাপাশি আপনারা ও ২০টি করে গাছ রোপন করবেন।
গ্রামীন ব্যাংকের ১২টি শাখায় ফলজ ও বণজ বিতরনের তালিকাঃ
১|লক্ষীপাশা লোহাগড়া শাখা ২৪১৩৮টি চারাগাছ
২|তুলারামপুর নড়াইল শাখা ১৭১০৫টি চারাগাছ
৩|গোবরা নড়াইল শাখা ১২৪৪০টি চারাগাছ
৪|মাইজপাড়া নড়াইল শাখা ১৩২২০টি চারাগাছ
৫|লাহুড়িয়া লোহাগড়া শাখা ১১৩৭০টি চারাগাছ
৬|আউড়িয়া নড়াইল শাখা ১৩৯৫০টি চারাগাছ
৭|নলদী লোহাগড়া শাখা ৬০৭৫টি চারাগাছ
৮|ইতনা লোহাগড়া শাখা ৮৭১৬টি চারাগাছ
৯|নওয়াগ্রাম লোহাগড়া শাখা ১৩৭৪০টি চারাগাছ
১০|শেখহাটি নড়াইল শাখা ৭৫৭৮টি চারাগাছ
১১|মির্জাপুর নড়াইল শাখা ৯৪৪০টি চারাগাছ
১২|নড়াইল শাখা ১৪০১২টি চারাগাছ
নড়াইল এরিয়ার মোট ১৫১৭৮৪ টি পিয়ারা ও বরোই চারগাছ বিতরন করেন।
গ্রামীন ব্যাংক(নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান)এরিয়া অফিস,নড়াইল।এরিয়া কোড-২৫০৩