রিপোর্টারঃ–মোঃ সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি–
আমরা রাষ্ট্র বিরোধী নই,আমরা রাষ্ট্রের শত্রু নই,এই রাষ্ট্র আমাদের,সেই কারণে আমরা রাষ্ট্র ত্যাগ করতে চাই না। হরিচাঁদ ঠাকুরের এই পূন্য মাটিকে ত্যাগ করে আমরা দেশান্তরী হতে চাই না।এই দেশে থেকে এই দেশের মাটিকে ভালোবেসে,এই দেশের মাটিকে মায়ের মতো দেখে এই দেশেই আমরা আমাদের অবস্থান করতে চাই,এই হোক আমাদের অঙ্গীকার-বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের
কাউন্সিল অধিবেশন উপলক্ষে মহাসম্মেলন এসব কথা বলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর।সটঃ সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর
শুক্রবার ২৭ ডিসেম্বর সকাল ১১টায় গোপালগঞ্জ কাশিয়ানী মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর,প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর,সভাপতি মহামতুয়াচার্য শ্রী দেবব্রত ঠাকুর ও উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর।
এ সময় ছাত্র-যুব মতুয়া মহাসংঘের সভাপতি নোয়াখালীর মৃত্যুঞ্জয় গোস্বামী ও খুলনা জেলার আড়ুয়া এলাকার প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৫০১ জন সদস্য বিশিষ্ট কমিটির আংশিক সদস্যের নাম ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর রাষ্ট্রীয়ভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মৃতিতে একটি বিশ্ববিদ্যালয় দাবি করেন।