ডেস্ক রিপোর্টারঃ--বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সমাজের বিবেক হিসেবে কর্মরত সাংবাদিক ভাইয়েরা গুটি কয়েক অসাধু সাংবাদিক পরিচয়ধারীর কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে।দেশ,সমাজ ও মানবকল্যাণমূলক কাজে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নওয়াপাড়া প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও সরকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর সরকার তার বক্তব্যে এ কথা বলেন।নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনায় সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ,সহ-সভাপতি এস এম মুজিবর রহমান,নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার,সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী,দপ্তর সম্পাদক শাহীন আহমেদ,ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন,আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস,সদস্য গাজী রেজাউল করিম,জাকির হোসেন হৃদয়,জসিম উদ্দিন বাচ্চু,ডিআর আনিস,শেখ জাবেদ আলী,আশরাফুল আলম,লিটন প্রমুখ।