খুলনা’র বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার সুখদাড়া সিআইজি সমবায় সমিতির ২০ জন সুফলভোগীর মাঝে ২০টি সেচ পাম্প মেশিন বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান।বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন সুমন মোল্লা,সাংবাদিক পরাগ রায়,সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী সহ সুফলভোগীবন্দ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুফলভোগীদের হাতে সেচ পাম্প মেশিন তুলে দেন।