খুলনা'র বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বলেছেন, রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ।রোজা রেখে এ সময় সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না।তাদের অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়।সাংবাদিকেরা ওই সকল মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতে কয়েক'শ পরিবারকে সেমাই, চিনি,ডাল,কিচমিচ,দুধ,বাদাম ও সাবান দিয়ে সাপোর্ট দেওয়ায় অনুকরণীয় হয়ে থাকবে।তিনি গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় টায় স্হানীয় বিআরডিবি হলরুমে ঈদ সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস'র সভাপতিত্বে ও ঝর্নাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট'র সভাপতি মহিদুল ইসলাম শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।বিশেষ অতিথি ছিলেন জেলা আ'লীগের সদস্য ও বিশ্বাস প্রোপাটিজের সিইও আজগার বিশ্বাস তারা,বিআরডিবির চেয়ারম্যান ও সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা,উপকূলীয় ঝর্ণাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সুমন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সাংবাদিক রতন কুমার সাহা,এস এম এ ভূট্টো, মোঃ শাওন হাওলাদার,সাংবাদিক অমলেন্দু বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাশ রায়,এ্যাডঃ সোহেল রানা, এ্যাডভোকেট মোস্তফা বিলাল,অরুপ জোয়ার্দার, নিতিশ বাছাড়,মোঃ বাকির হোসেন,মোঃ সোহরাব হোসেন মুন্সি,আরিফুজ্জামান দুলু,কাজী আতিক, রুবেল গোলদার,বি এম হানিফ,ইয়াসিন রেজা, মোঃ বজলুর রহমান,সৌরভ বাছাড়,পরাগ রায়,বিশ্বজিৎ রায় প্রমূখ।অনুষ্ঠান শেষে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের খাবারের সমন্বয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।