খুলনা’র বটিয়াঘাটায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার ফুলবাড়ি এলকার মৃত মুনতাজ আলী শেখের পুত্র অবঃপ্রাপ্ত বিডিআর সদস্য কামরুল ইসলাম (৬৩)কে দেশীয় অস্ত্রশস্ত্র দা,লাঠি ও কুড়াল দিয়ে মারাত্মক জখম করেছে।অভিযোগে জানা যায়,একই এলাকার শওকত শেখের পুত্র জমশেদ আলী(৩৪),মোহাম্মদ আলীর পুত্র মিল্টন শেখ(৩৭),আইনুদ্দিন শেখের পুত্র শওকত আলী শেখ( ৫২),মিল্টন শেখের স্ত্রী সাবেকানাহার(৪৬), নওশের আলীর পুত্র আলামিন শেখ(৪২),আল আমিন শেখের স্ত্রী সুমা বেগম(৩৪)মিলে গত ২২মার্চ সকাল সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধভাবে পিটিয়ে জখম করে।এসময় তাকে উদ্ধার করতে গেলে তার ছেলে মাহিন ও স্ত্রী মায়া বেগমকেও মারপিট করে। এসময় সন্ত্রাসীরা ১২আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় ও তার স্ত্রীকে শ্লীলতাহানি ও ঘটনায় ভূক্তভোগীরা অভিযোগ করেন।এব্যাপারে বটিয়াঘাটা থনায় উপরোক্ত সকলকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়েরও করছেন। অন্যদিকে গুরুত্বর বিডিআর সদস্য কামরুল ইসলাম ঘটনার দিন থেকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।তিনি বলেন, বিবাদীরা সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোক।বিবাদীদের সাথে আমার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।থানা ও ইউনিয়ন পরিষদে তাদের সঙ্গে আমার বহুবার সালিশী বৈঠক হলেও বিবাদীরা কোন রায় কোন আদেশ মানে না।
এ ব্যাপারে বিডিআর সদস্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।