বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী হাইব্রিড ধানের সমলয় চাষাবাদে “কমবাইন হারফেস্টাল”যন্ত্রের মাধ্যমে ধান কর্তন অনুষ্ঠান গতকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় সাচিবুনিয়া সমলয়ে নাঙনল্ল অনুষ্ঠিত।উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলামের স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা,সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন,উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, জীবনানন্দ রায়,পিন্টু মল্লিক,আঃ হাই খান,কমলেশ বালা,মোস্তাফিজুর রহমানসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ ৫০ ভাগ ভূর্তুকিতে ক্রয়কৃত ৩০ লাখ টাকার গাড়ির চাবি হস্তান্তর করেন।এসময় উক্ত মেসিনের সাহায্যে মাত্র ৯ মিনিটে এক বিঘা জমির ধান কর্তন করা হয়।যার খরচ হবে বিঘা প্রতি ১৮০০/২০০০ টাকা।