1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
বটিয়াঘাটায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আ'লীগ নেতা-আজগার বিশ্বাস তারা। - দুরান্ত টিভি
December 30, 2024, 9:53 am
শিরোনাম :
নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বটিয়াঘাটায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আ’লীগ নেতা-আজগার বিশ্বাস তারা।

ইন্দ্রজিৎ টিকাদার -বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি।
  • সময়: Friday, April 21, 2023,
  • 45 Time View

খুলনা’র বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির বলেছেন,রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ।রোজা রেখে এ সময় সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না।তাদের অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়।সাংবাদিকেরা ওই সকল মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতে কয়েক’শ পরিবারকে সেমাই, চিনি,ডাল,কিচমিচ,দুধ,বাদাম ও সাবান দিয়ে সাপোর্ট দেওয়ায় বিষয়টি অনুকরণীয় হয়ে থাকবে।তিনি গতকাল ২৮ রমজান বৃহস্পতিবার বেলা তিনটায় টায় স্হানীয় বিআরডিবি হলরুমে ঈদ সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস’র সভাপতিত্বে ও ঝর্নাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট’র সভাপতি মহিদুল ইসলাম শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য ও বিশ্বাস প্রোপাটিজের সিইও আজগার বিশ্বাস তারা,তিনি বক্তব্যে বলেন,আমরা এতদিন জানি সাংবাদিকেরা শুধু নেয়,দেয় না। আমরা সাংবাদিক সম্পর্কে যে ধারণা করে আসছি,তা সম্পূর্ণ রূপে ভুল।পবিত্র মাহে রমজান শেষে রোজা রেখে দরিদ্র পরিবারের মানুষ গুলো যখন,অর্থনৈতিক,শারীরিক ও মানসিক ভাবে বিপদগ্ৰস্থ হয়ে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে,ঠিক তখনই বটিয়াঘাটায় সকল সাংবাদিকদের পক্ষ থেকে ওই সকল হতদরিদ্র পরিবারের পাশে থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কয়েক শত পরিবারের পাশে থেকে এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।তিনি আরো বলেন,সাংবাদিকদের এধরনের একটি মানবিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।আগামীতে সাংবাদিকদের এধরনের মানবিক সেবা মূলক কর্মকান্ডের সাথে নিজের সম্পৃক্ততা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান । বিআরডিবির চেয়ারম্যান ও সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ।সাংবাদিকদের মধ্যে দিধাদন্দ রাখা উচিৎ নয়।প্রকৃত সাংবাদিকেরা কখনো অপসাংবাদিকতায় বিশ্বাস করে না।এধরনের মহৎ কাজের মাধ্যমে এবং প্রকৃত কলম সৈনিক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।আমি সাংবাদিকদের এধরনের মহৎ কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।ঝর্ণাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক যথাক্রমে রতন কুমার সাহা,এস এম এ ভূট্টো,মোঃ শাওন হাওলাদার,সাংবাদিক অমলেন্দু বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাশ রায়,বাকির হোসেন,এ্যাডঃ সোহেল রানা,এ্যাডভোকেট মোস্তফা বিলাল,অরুপ জোয়ার্দার,নিতিশ বাছাড়,মোঃ সোহরাব হোসেন মুন্সি,আরিফুজ্জামান দুলু,কাজী আতিক,ইমরান হোসেন,রুবেল গোলদার,বি এম হানিফ,ইয়াসিন রেজা,সৌরভ বাছাড়,পরাগ রায়,বিশ্বজিৎ রায়,সুরখালী সদর ওয়ার্ড আ’লীগ সভাপতি জাকির সরদার,উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আঃ হাকিম,দিগন্ত মল্লিক,অজিত কুমার রায়,জয়ন্ত কুমার,মিলন মল্লিক,মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান,অনুষ্ঠান শেষে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের খাবারের সমন্বয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x