রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা-খুলনা জেলার বটিয়াঘাটা-দাকোপ মিলে খুলনা-১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী মানবতার ফেরিওয়ালা বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষীত সৈনিক সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক সচিব ড.পশান্ত কুমার রায় প্রাত্যহিক গণসংযোগের অংশবিশেষ খুলনা -১আসনের নির্বাচনী এলাকার জলমা ইউনিয়নের দারোগা ভিটা,গল্লামারীর সংলগ্ন মুহম্মদনগ,বুড়ো মৌলভীর মাজার জিয়ারত ও মাদ্রাসার ছাত্রদের সাথে কুশল বিনিময়,নিজখামার ,হোগলাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পথ সভা শেষে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিকের বিষয়ে জনগণকে প্রধানমন্ত্রীর নির্দশনা তুলে ধরেন পথ সভার প্রধান অতিথি ড.প্রশান্ত কুমার রায়।খুলনা-১ আসনের নির্বাচনী এলাকা জলমা যার দাকোপ-বটিয়াঘাটা উপজেলা তার।আ’লীগের দলীয় ঘাঁটি আরো বেশি বাস্তবে রূপ দিতে উক্ত গণসংযোগ বলে জানা যায়।
এ সময়ে তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,শেখ শহীদ সাহেব,সোহান সাহেব,প্রাণ গোপাল বৈরাগী,তুলসীদাস মালাকার,বিধান রায় , অধ্যাপক অনুপম টিকাদার,মোঃ নাসিরুল্লাহ হীরা,যুবলীগ ধ্রুব বৈরাগী,নেতা সবুজ মিস্ত্রী প্রমূখ ।