খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শওকত কবির।গত রবিবার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ শওকত কবিরকে পুলিশ সুপার মাহবুব হাসান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।গত মার্চ মাসে বিভিন্ন মামলা তদন্ত,সন্ত্রাস,মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং আইন-শৃংখলা পরিস্থিতি মোকাবেলায় অগ্ৰণী ভূমিকা রাখায়,গ্ৰেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উক্ত সম্মাননা প্রদান করা হয় বলে জানা যায়।বিশেষ করে গড়িয়াডাঙ্গায় কলেজ শিক্ষকের মিথ্যা ডাকাতির ঘটনা দ্রুততম সময়ে মধ্যে তদন্ত করে সত্য উদঘাটন করার কারণে এ সম্মাননা প্রদান করা হয়।সম্মাননার প্রদান করার বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ শওকত কবির এ প্রতিবেদককে বলেন,এ অর্জন শুধু আমার একার নয়,এ অর্জন আমার থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও উপজেলাবাসীর সহযোগীতার ফসল।আমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করায় আমি ভীষণ খুশি এবং অনুপ্রাণিত।এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।আগামীতে সাধারণ মানুষের সেবা দিতে এ পুরস্কারটি আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে।উল্লেখ্য,ওসি শওকত কবির ইতিপূর্বে খুলনা জেলা ডিবি ও দিঘলিয়া থানা অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করে প্রসংশিত হয়েছেন।তিনি গত ২০২৩ এর ১৮ ফেব্রুয়ারি বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার খানপুর গ্ৰামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।