বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪নং সুরখালী ইউনিয়নে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের কৃষক সমাবেশ ও মাঠ দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল শুক্রবার বিকাল চারটায় স্থানীয় সুরখালী ইউনিয়নের মাঠে খুলনা অঞ্চল খুলনা’র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিপিআই এবং আইসিটি ইয়ং পরিচালক কষিবিদ মোঃ রেজাউল করিম,খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন,ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মণি,নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহীন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে সরদার আব্দুল মান্নান,জীবনানন্দ রায়,আব্দুল হাই খান,কমলেশ বালা,পিন্টু মল্লিক,প্রতাপ বালা,অঞ্জন কুমার বিশ্বাস,নিবেদিতা বাছাড়,শামসুর নাহার, শিউলি বিশ্বাস,পল্লী উন্নয়ন সমিতির সভাপতি এসএম ফরিদ রানা,ইউপি সদস্য মোঃ আবুল কালাম হাওলাদার,সফলভোগী আলম সরদার।চাষী আলম সরদার প্রায় ২০জমিতে ভুট্টা ও সূর্যমূখীর চাষ করেন।কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,প্রতি বিঘা জমিতে ৩০থেকে ৩৫ মন ভূট্টা উৎপাদন হবে বলে জানিয়েছেন।