রিপোর্টারঃ–ইন্দ্রজিৎ–বটিয়াঘাটায় গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদার’ অনিয়ম, দুর্নীতি ও হাত কেঁটে নেয়ার হুমকির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় বয়ারভাঙ্গা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । কর্মসূচি শেষে এক বিক্ষোভ সমাবেশ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক রমেশ মল্লিক মিঠুর সভাপতিত্বে স্থানীয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শিব পদ মন্ডল,শিক্ষক বিজয় কৃষ্ণ মল্লিক,সাবেক ইউপি চেয়ারম্যান হাদি -উজ্জামান হাদী, প্রধান শিক্ষক কাঞ্চিলাল মল্লিক,লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার,আ’লীগ নেতা দেব প্রসাদ বিশ্বাস,আ’লীগ নেতা পলাশ রায়, রনজিত রায়,পিয়াস মন্ডল,রমেন্দ্রনাথ বিশ্বাস,সুব্রত বিশ্বাস,বিপ্লব রায়,পুজা উদযাপন পরিষদ নেতা ইউপি সদস্য দুলাল মহলদার,ইভা সরকার,শিপ্রা মল্লিক,জামাল খাঁ,বিপুল মন্ডল,নারী নেত্রী আশালতা ঢালী,হুমায়ূন কবির মণি,অমিত রায় অপু,স্বপন কুমার গোলদার,বিকাশ মহলদার,বিভাষ মন্ডল,লিটন বিশ্বাস,নূর মোহাম্মদ শেখ প্রমূখ।