খুলনা'র বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্টের পশ্চিমহালিয় ও শিয়ালাডাঙ্গা এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ২৪টি গরু দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্পে খবর দেয়।খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এসআই প্রভাশ কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার সহায়তায় উক্ত গরুগুলোকে উদ্ধার করে প্রাথমিক ভাবে নিজ হেফাজতে নেন। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন গরু গুলো পাশ্ববর্তী বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন থেকে ঘাস খেতে খেতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্টের চর হালিয়া ও শিয়ালাডাঙ্গা এলাকায় চলে আসে।গতকাল শনিবার বেলা ১১টায় ক্যাম্প ইনচার্জ এসআই প্রভাশ কুমার সাহা ২৪টি গরুর মধ্যে ২২টি গরু গৌরম্ভা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রাজীব সরদার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের কাছে হস্তন্তর করেন এবং বাকি ২টি গরু ভান্ডারকোর্ট ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের পশ্চিম চর হালিয়া এলাকার ইউপি সদস্য শশাঙ্ক রায়ের জিম্বায় রাখা হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।