বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে চক্রাখালী দক্ষিণপাড়া মল্লিক’র মোড় সার্বজনীন দূর্গা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২দিনব্যাপী মতুয়া সম্মেলনের সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় উদযাপন কমিটির আহ্বায়ক অবঃপ্রাপ্ত শিক্ষক হরিদাস রায়’র সভাপতিত্বে স্থানীয় মল্লিক’র মোড় দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র। অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন খুলনা জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও খুলনা -১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল।প্রধান বক্তা ছিলেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়।বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম টিকাদার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী,খুলনা বিভাগীয় অবঃপ্রাপ্ত কর কমিশনার প্রশান্ত কুমার হালদার,মতুয়া মহাসঙ্ঘের খুলনা মহানগরের নেতা মৃত্যুঞ্জয় বিশ্বাস,মতুয়া মহাসঙ্ঘের অন্যতম নেতা ডাঃ বাসুদেব মন্ডল,প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সুরঞ্জন সুতার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিকাশ বাড়ৈই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি বিপ্লব মল্লিক।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তিত্ব প্রাণ গোপাল বৈরাগী,আ’লীগ নেতা রাজ কুমার রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক,এ্যাডভোকেট রমেশ মল্লিক,সমাজ সেবক অরবিন্দু মহলদার,সনাতন পরিবারের সভাপতি গৌর পদ মল্লিক,শিক্ষক বিজন মল্লিক,মন্দিরের সাধারণ সম্পাদক বিধান হালদার, ভূমিদাতা যথাক্রমে নির্মল মল্লিক,নিখিল মল্লিক,নিতিশ মল্লিক,আ’লীগ নেতা সুবীর মল্লিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি পাল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক দূর্গা রাণী রায়, সম্মেলন উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক পরিমল মল্লিক, মনোজ কান্তি মল্লিক,ডাঃ বিকর্ণ কুমার গাইন, অজিত সরকার,দেবেন রায়,দিলীপ কুমার মন্ডল,অমিত মল্লিক,জয়দেব মল্লিক,প্রমূখ।অনুষ্ঠানে পৌরহিত করেন প্রদ্যুৎ সরকার মোহন ও মণি মোহন হালদার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত ছিলেন প্রায় ২৯টি মতুয়া দলপতিদের নেতৃত্বে ৫ সহস্রাধিক মতুয়া ভক্তবৃন্দ ও মায়েরা।