রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি-আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন’র কেন্দ্রীয় মহাসচিব সরদার মমিনুল ইসলাম পারভেজ স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানা গেছে,আলহাজ্ব আসলাম তালুকদারকে সভাপতি ও সরদার হাফিজুর রহমান হাফিজকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট বটিয়াঘাটা উপজেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মোতাহার হোসেন শিমু, সহ-সভাপতি মোঃ আঃ আহাদ শেখ।এসময় কেন্দ্রীয় মহাসচিব বলেন উক্ত ২৪ সদস্য বিশিষ্ট কমিটি বাল্য বিবাহ রোধ,অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকতে,মাদক ও সত্রাসকে না বলুন,যৌতুক প্রথার বিরুদ্ধে সকলকে এক যোগে কাজ করতে নির্দেশ প্রদান করেন।প্রশাসনের পাশাপাশি মানবাধিকার কর্মীদের দেশ গড়ায় কাজে নিয়োজিত রাখতে হবে,তাহলেই দেশ থেকে বাল্য বিবাহ, যৌতুক, সত্রাস, মাদক,নির্মুল করা সম্ভব ।