রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি–জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেছেন,একটি দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পারে সে দেশের সংস্কৃতি ও খেলাধুলা।বর্তমানে আমাদের দেশের নারী ফুটবল খেলোয়াড়রা তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসয়ের মধ্য দিয়ে বিশ্বের কাছে তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃনমুল থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ -২০২৩ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা করেছে।গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে স্থানীয় পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল।প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল,ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, ইউআরসি সহকারী ইন্সট্রাক্টর আশিক বিন আজাদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকমন্ডলী,পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,খেলোয়াড়বৃন্দ ও দর্শকবৃন্দ।
চুড়ান্ত পর্বের নারীদের খেলায় হাটবাটি হোগলবুনিয়া প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নইলতলা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং পুরুষদের খেয়াল গাওঘরা প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ঝিনইখালী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।