রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি–বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়ন এলাকায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে ৯(৪)(খ) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ আইনে মামলা দায়ের হয়েছে।ভুক্তভোগীর পিতা নূর ইসলাম শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন যার মামলা নং ৫/৯৮ এ ঘটনায় অভিযুক্ত নোমান আঁকুঞ্জী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মামলার বিবরণে জানা গেছে,অভিযুক্ত নোমান আঁকুঞ্জীর প্রতিবশি হওয়ার সুবদে প্রতিদিন ওই বাড়িতে যাতায়াত ছিল।তারই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই বেলা সাড়ে ১১ টায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই শিশু কন্যাকে বসত ঘরে একা পেয়ে শিশুটির হাফ প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা চালাচ্ছিল। এসময় শিশু কন্যার মা মোছাঃ কাবেরী বেগম হঠাৎ বাড়িতে এসে রান্না ঘরে শিশু কন্যার কান্নার আওয়াজ ও খাটখুট শব্দ শুনে এগিয়ে গিয়ে ওই ঘটনা দেখে আসামিকে ধরে আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামি ধাক্কা মেরে ঘটনাস্হল থেকে ছুটে চলে যায়।অসুস্থ্য শিশু কন্যাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের(ওসিসি বিভাগে)চিকিৎসা সেবা প্রদান করে।
বটিয়াঘাটা থানা পুলিশ খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির’র নির্দেশ ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পাশ্ববর্তী উপজেলা ফকিরহাটে অভিযান পরিচালনা করে আসামি নোমান আঁকুঞ্জীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।