বটিয়াঘাটায় ড. প্রশান্ত কুমার রায় সমর্থক গোষ্ঠীর আয়োজনে আমেরিকা ও ভারতীয় সিটিজেন ডাক্তার আশীষ ঠাকুর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্ণভূমি ওড়াকান্দিধাম ঠাকুর বাড়ির পঞ্চম তম পুরুষ।গতকাল রবিবার সকাল ১০ থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার জলমা ইউনিয়নে দাউনিয়াফাঁদ এলাকায় মল্লিক’র মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে নিজেস্ব কার্যালয়ে উক্ত সেবা প্রদান করেন।এসময়ে প্রতি রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন ৮০ শতাংশ সেবা ও ব্যায়াম ও কিছু অভ্যাস গড়ে তুলতে পরামর্শ ও ২০ শতাংশ মেডিসিন খাওয়ার কথা বলেন।চিকিৎসা সেবা ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করেন খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা)থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী মানবতার ফেরিওয়ালা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’র কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়। এসময়ে চিকিৎসা সেবা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়,বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তফা বিলাল,খুলনা বিশ্ববিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান কুমার মন্ডল,সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, অধ্যাপক পঞ্চানন মন্ডল,অধ্যাপক অনুপম টিকাদার,সমাজ সেবক অরবিন্দু মহলদার, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায়,প্রধান শিক্ষক প্রভাষ গাইন,সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোদ্দার,যুবলীগ নেতা নিমাই চন্দ্র রায়,ধ্রুব বৈরাগী,সবুজ মিস্ত্রী সহ প্রায় শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার রোগী