রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি–বটিয়াঘাটা থানা পুলিশ গাঁজাসহ এক যুবককে আটক করেছে।গত বুধবার রাত ৮ টায় উপজেলার হেতালবুনিয়া কদমতলা কালভার্টের উপর থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।বটিয়াঘাটা থানার এস আই প্রীতম মল্লিক,এ এস আই নাজমুল ইসলামসহ সংগীয় ফোর্স নিয়ে আসামিকে আটক করতে সক্ষম হয়।আটককৃত মাদক বিক্রেতা উপজেলার হেতালবুনিয়া গ্রামের কালু হাওলাদারের পুত্র নয়ন হাওলাদার।আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।থানার সেকেন্ড অফিসার এস আই আঃ আজিজ বলেন,মাদক বিক্রেতা নয়ন হাওলাদারকে আটক করা হয়েছে।বটিয়াঘাটা থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।