রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার–বটিয়াঘাটা উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা ২০জুন-২০২৩ইং রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি ডিগ্ৰী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, বটিয়াঘাটা থানার ওসি(তদন্ত)মোঃ জাহিদুর রহমান,হরিণটানা রানার ওসি( তদন্ত)মোঃ আমিনুর রহমান,সমাজ সেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,মোঃ আসাবুবুর রহমান আসাব,আসলাম হালদার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল,মাদ্রাসা সুপার বোরহান উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় উপজেলার সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।