বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার আয়োজনে ১০এপ্রিল ২০২৩,বুকিত বিনতাং ভিআইপি পিঠাঘরে আহ্বায়ক কমিটির,ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন,সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আমিরুল ইসলাম খোকন।সদস্য সচিব বশির আহমেদ ফারুক এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ লিটন,সদস্য রাশেদ বাদল,আব্দুল বাতেন,এসকে সেন্টু,মোঃ হুমায়ুন কবির,এস এম মামুনুর রশিদ, সোনহার রশিদ খান,মোঃ সৌরভ,মোহাম্মদ মতিন সরকার,শাহ আজিজুর রহমান(শান্ত),তোফাজ্জল বিন খলিল,মিতু আক্তার, সালমা আক্তার,তাসলিমা হক ভাবনা,মোঃ মনিরুজ্জামান,সারফারাজ অঞ্জন, মাহমুদা খাতুন,আবুল হাশেম।বক্তারা বলেন,পুরো মালয়েশিয়ায় সদস্য সংগ্রহ করে আগামী ৯০দিনের মধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সংগঠনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে সভা-সেমিনার,সিম্পজিয়াম ও গবেষণামূলক কর্মকান্ড পরিচালনা করা হবে।