রিপোর্টারঃ বিরামপুর দিনাজপুর প্রতিনিধি–দিনাজপুরের বিরামপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা, পুরুষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ও আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা,পুরুষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল(বকুল),উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মুরাদ হোসেন,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ)অদৈত্য কুমার অপু,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুমন কুমার মহন্ত,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার,যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন সহ আরও অনেকে।
সেমিফাইনাল খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন।প্রথম খেলায় মুকুন্দপুর ইউনিয়ন বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল বনাম কাটলা ইউনিয়ন বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।এতে নির্ধারিত সময়ে ২-১ গোল প্রদান করেন।দিত্বীয় খেলায় বিরামপুর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল বনাম খাঁনপুর ইউনিয়ন বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।পরে টাইব্রেকারে বিরামপুর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
বিকেলে বিরামপুর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল বনাম কাটলা ইউনিয়ন বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে নির্ধারিত সময়ে কোন দল গোল না করায় খেলা অসমাপ্ত থাকে। পরে টাইব্রেকারে বিরামপুর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
খেলে শেষে বিজয়ী দল বিরামপুর পৌরসভা কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক নুজহাত তাসনীম আওন।
এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সুশীল সমাজের প্রতিনিধি,সুধীজন,বিভিন্ন স্কুল-কলেজের প্রধান,শিক্ষক, শিক্ষার্থী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।