বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান এর নেতৃত্বে এস আই মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ ১০আগষ্ট-২০২২ইং রোজ বুধবার তারিখ রাত ১২ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বড়গোলাস্থ লালমাটি ঘাটলেন করতোয়া নদীর পাড় থেকে ডাকাতি করার প্রস্তুতি কালে সাত ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে একটি বড় হাসুয়া,একটি বড় চাপাতি,একটি ছুরি,একটি লাঠি,একটি লোহার রড়,২টি রশি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের পরিচয়ঃ–,
১।শ্রীমান জয় দাস(২৬),পিতা- শ্রীঃ চঞ্চল কুমার দাস,মাতা- শ্রীমতি দেবী রানী, স্থায়ী সাং-মহিষাবান, থানা-গাবতলী,জেলাঃ বগুড়া, বর্তমানে-শিববাটি শাহী মসজিদের পূর্ব পার্শ্বে,থানা ও জেলাঃ বগুড়া,২।মোঃ ভোট মিয়া(২৯),পিতা- মৃত চিনা ব্যাপারী,৩।মোঃ আরিফ ব্যাপারী(২৬),পিতা মোঃ বাবু ব্যাপারী,উভয়ের সাং-উত্তর চেলোপাড়া,৪।মোঃ মাসুম(২৯), পিতা-হারুনুর রশিদ, সাং-উত্তর চেলোপাড়া বিহারী পট্টি,৫। মোঃ মামুন শেখ (৪৯),পিতা- মৃত নাছিম উদ্দিন, সাং-নামাজগড় ডালপট্টি,৬।মোঃ আরিফ (৩০),পিতা মৃত-শহিদুল ইসলাম,৭।শ্রীমান সাজন কুমার দাস (২৫),পিতা মৃত-সুধির কুমার দাস,উভয়ের সাং-চকসূত্রাপুর চামড়া গুদাম, উভয় থানা ও জেলাঃ বগুড়া।
গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে ৫জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।তারা ধারালো অস্ত্র ব্যবহার করে রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি,পথচারীদের জিম্মি করে ডাকাতি করে থাকে।
এবিষয়ে বগুড়া জেলা সদর থানায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনের মামলা দায়ের করা হয়েছে।