বগুড়ায় ৫,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবার সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ১৬আগস্ট রাত প্রায় ৮ টা ০৫ ঘটিকার সময় ডিবির একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নিশ্চিন্তপুর চারমাথা সাকিনস্থ নন্দগ্রাম গামী পাকা রাস্তার মাথা হইতে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী ১।মোঃ রাখিবুল হাসার ওরফে সোহাগ (৩০),পিতা-মোঃ জালাল আবেদীন, সাং-বারপুর দক্ষিণপাড়া, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করে
এছাড়া বগুড়া ডিবির একই টিম অপর একটি অভিযানে একই তারিখে ১০:২০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চকলোকমান সাকিনস্থ জনৈক মোঃ রেজাউল করিম এর দুইতলা ফ্লাট বাসার মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩,০০০ (তিন হাজার)পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী ১।মোঃ আবু সাইদ আজমল কবীর ওরফে সোহেল(৫০),পিতা-মৃত সমশের আলী, সাং-চকলোকমান,থানা শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি।