তেলের খালি ড্রামে লুকিয়ে গাঁজা পরিবহণের সময় বগুড়ায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব-১২)৩০ শে মার্চ (বৃহস্পতিবার)দিবাগত রাত ২টায় সদরের মাটিডালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।র্যাব জানিয়েছে,আটক দুজন ঢাকা থেকে পিকআপ ট্রাকে করে এসব গাঁজা দিনাজপুরে নিয়ে যাচ্ছিল।গ্রেফতারকৃত দুজন হলেন,কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভুমি গ্রামের মো.তমু মিয়া (৪০)ও নাজমুল হাসান(২৯)এরা দুজনে ট্রাকের চালক ও সহকারী।এসব বিষয় নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।তিনি জানান,পিকআপ ট্রাকে তেলের ড্রামে করে গাঁজা দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ওই দুজনকে গ্রেফতার করে র্যাবের দল।পরে ট্রাকে থাকা ১২টি ড্রামের মধ্যে তিনটিতে ১১০কেজি গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব বিষয় স্বীকার করেছেন।র্যাব কমান্ডার বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।