বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল কাহার (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে।সোমবার ৫ জুন-২০২৩ইং বিকেল ৩টার দিকে বগুড়া রেল স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।আহত শিক্ষার্থী,লালমনিরহাটের রুস্তম আলীর ছেলে আব্দুল কাহার(২৬)এবং সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ এর ছাত্র। বর্তমানে সে বগুড়ার বনানীতে তার ফুফুর বাসায় থেকে লেখাপড়া করে।জানা গেছে,মঙ্গলবার ৬ জুন আব্দুল কাহারের সাব-ইন্সপেক্টর(এসআই)পরীক্ষা আছে।সে দোলনচাঁপা এক্সপ্রেসে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বগুড়া রেল স্টেশনে বসে ছিল।এ সময় কিছু ছেলে স্টেশন কাউন্টারের গেট ভাঙচুর করছিল।সেগুলো দেখে কাহার সরে আসার সময় দুর্বৃত্তরা তার দিকে ছুটে এসে কিল-ঘুষি দেয় ও পায়ে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক(তদন্ত) আব্দুর রউফ জানান,জানতে পেয়েছি স্টেশনের পাশে এমন একটি ঘটনা ঘটেছে।