বগুড়ায় পবিত্র রমজানের দ্বিতীয় দিন মূল্য তালিকা প্রদর্শন না করায় ও উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকায় ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার ২৫ মার্চ-২০২৩ইং সদর উপজেলার টি এন্ড টি কলেজ কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে,রমজান উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার টি এন্ড টি কলেজ কাঁচা বাজারে এ বিশেষ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩জন সবজি বিক্রেতা এবং ২জন গরুর মাংস বিক্রেতাকে ৫০০ (পাঁচ’শ)টাকা করে মোট ২,৫০০(দুই হাজার পাঁচ’শ) টাকা এবং ৩জন দই বিক্রেতাকে দইয়ের গায়ে উৎপাদন মেয়াদ ইত্যাদি উল্লেখ না করার দায়ে ৩০০০(তিন হাজার)টাকা করে মোট ৯,০০০ (নয় হাজার) টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সর্বমোট ১১,৫০০(এগারো হাজার পাঁচ’শ)টাকা জরিমানা আদায় করা হয়।এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় বাজার কমিটি, জেলা পুলিশের একটিদল অভিযান পরিচালনা করতে সহযোগীতা করেন।এবিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।