বগুড়ায় কসমেটিকস কর্ণার নামে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুর ১২টার দিকে শহরের রানার প্লাজায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।ইফতেখারুল আলম রিজভী জানান, রবিবার দুপুরে শহরের রানার প্লাজার প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়।এই সময় কসমেটিকস কর্ণারকে প্রসাধনীর গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের সিল ও মূল্য না থাকায় ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।