1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
বগুড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ। - দুরান্ত টিভি
December 29, 2024, 1:48 am
শিরোনাম :
নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বগুড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ।

এম এ শাহিন-জেলা প্রতিনিধি বগুড়া।
  • সময়: Wednesday, April 26, 2023,
  • 46 Time View

ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শেরপুর পৌরসভায় দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।ঈদের আগে বিতরণের কথা থাকলেও বিতরণ করা হয়েছে ঈদের দুইদিন পর।এর সঙ্গে অভিযোগ উঠেছে বিতরণের তালিকায় নয়ছয়,ওজনে কম দেওয়ার।তবে শেরপুর পৌরসভার মেয়র এসব অভিযোগ অস্বীকার করেছেন।অপরদিকে এ ঘটনায় উপকারভোগীদের পাশাপাশি ক্ষুব্ধ পৌরসভার একাধিক কাউন্সিলর। তারা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবিও জানিয়েছেন।
জানা যায়,ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে শেরপুর পৌরসভায় চার হাজার ছয়শ’ একুশজন দুস্থ নারী-পুরুষের মাঝে বিতরণের জন্য ভারনারেবল গ্রুপ ফিডিং(ভিজিএফ)কর্মসূচির আওতায় ৪৬ মেট্রিকটন ২২১ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।এই চাল ১৩ এপ্রিলের মধ্যে গরীব-অসহায়,দুস্থদের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশনাও দেওয়া হয়।ওয়ার্ডভিত্তিক বিভাজন নিয়ে মেয়র-কাউন্সিলরদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এতে করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম থেকে সরে যান একাধিক কাউন্সিলর।পরে তাদের বাদ রেখেই মেয়র এককভাবে ঈদের আগের দিন শুক্রবার থেকে চাল বিতরণ শুরু করেন।ঈদের দুইদিন পর গত সোমবারও এই চাল বিতরণ করা হয়।কিন্তু অনেকেই এই চাল পাননি বলে অভিযোগ উঠেছে।শেরপুর উপজেলার পূর্বঘোষপাড়ার বাসিন্দা বেবি খাতুন ও মালেকা বিবি জানান, ‌আমরা গরিব মানুষ।সংসারে প্রচণ্ড অভাব। খুবই কষ্টে রোজা করেছি। বিগত বছরে ঈদের সময় চাল পেলেও এবার কোনো চাল পাইনি।চালের জন্য পৌরসভায় একাধিকবার ধর্না দিয়েও কোনো চাল পাইনি।অথচ আমাদের এলাকার স্বচ্ছল ব্যক্তিরা এবার এই চাল পেয়েছেন। শুনেছি তারা মেয়র সাহেবকে ভোট দেন, তাই আমাদেরকে বাদ দিয়ে ওইসব ব্যক্তিদের চাল দেওয়া হয়েছে বলে জানান।গোসাইপাড়ার গোপাল সাহা,জগন্নাথ মোহন্ত অভিযোগ করে বলেন,চাল বিতরণে এবার নয়ছয় হয়েছে।প্রকৃত ব্যক্তিদের না দিয়ে নিজেদের লোকজনের মাধ্যমে চাল উত্তোলন করা হয়েছে।এছাড়া দশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাত কেজি করে।যা বিগত সময়ে কোনো দিন হয়নি।বগুড়ার শেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিমাই ঘোষ জানান,এবার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমে আমি জড়িত ছিলাম না।তাই কারা চাল পেয়েছেন, আর কারা পাননি তা বলতে পারবো না।তবে এবার ভিজিএফ চাল বিতরণে হযবরল অবস্থা হয়েছে বলে শুনেছি। তিনি আরো বলেন,শেরপুর পৌরসভার মধ্যে দুস্থ মানুষের সংখ্যা ও অবস্থানের দিক দিয়ে তার ওয়ার্ড দ্বিতীয়।তাই প্রতিবছর ছয়শ’ জন দরিদ্র মানুষকে এই চাল দিয়ে থাকি।কিন্তু এবার হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই তালিকায় পরিবর্তন আনা হয়।এমনকি একশ’ দুস্থ মানুষের নাম বাদ দেওয়া হয়।সবমিলিয়ে চাল বিতরণ এবার স্বচ্ছ হবে কী-না, এমন শঙ্কা থেকেই এই কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখেন তিনি।একই মন্তব্য করেন পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডেও কাউন্সিলর নাজমুল আলম খোকন।সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন আক্তার বলেন,বেশিরভাগ কাউন্সিলররা এবার ভিজিএফ চাল বিতরণে সম্পৃক্ত ছিলেন না।নির্দিষ্ট সময়ে চাল বিতরণ করা হয়নি।ঈদ উপলক্ষে চাল দেওয়া হলেও ঈদের পর চাল বিতরণ করা হয়।ফলে সরকারের উদ্দেশ্যে ব্যহত হওয়ার পাশাপাশি উপকারভোগীদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।শেরপুরের ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা মাসুদ আলম বলেন,এবার নিয়ম মেনে পৌরসভায় চাল বিতরণ করা সম্ভব হয়নি। শুধুমাত্র একটি ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলোতে কখন চাল বিতরণ করা হয়েছে তা আমাকে জানানো হয়নি।তাই এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন,শেরপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে শুনেছি।তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন,সব নিয়ম মেনেই এবার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।কোনো অনিয়ম হয়নি।এছাড়া ওয়ার্ডভিত্তিক ভিজিএফ কার্ডের বিভাজন নিয়ে কাউন্সিলরদের সঙ্গে মতবিরোধ হলেও সেটি সমাধান হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x