বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রবিবার ২৩ এপ্রিল-২০২৩ ইং দুপুর ১২টার দিকে উপজেলার বি-ব্লক শালুকগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম রাজা মিয়া।তিনি উপজেলার আমরুল ফুলকোট গ্রামের শুকর আলী ছেলে।শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে তিনি জানান,বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস শালুকগাড়ি এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যান রাজা মিয়া। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যান।পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।