বগুড়ায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি,সমাবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে র্যালি বের হয়ে নবাব বাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু,জিএম সিরাজ এমপি,মোশাররফ হোসেন এমপি,ভিপি সাইফুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
এর আগে সকালে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উপলক্ষে বগুড়া শহরের প্রাণকেন্দ্র আলতাফুন্নেছা খেলার মাঠে জমায়েত হতে থাকে কর্মীরা।বেলা ১১টার মধ্যে মাঠ ভরে যায় জনসমাগমে।এসময় পুলিশ ওই জমায়েতে বাধা দেয়। পুলিশের বাধায় বিএনপি কর্মীরা মাঠের পূর্বদিকের রোমেনা আফাজ সড়কে অবস্থান নেয়। পরে র্যালি ও মিছিল নিয়ে জেলা কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নেতৃবৃন্দ।সেখানে মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে ডর্ক্টস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া জেলা প্রতিনিধি।
মোবা:--০১৭৫৫৪২৭৭৯২