বগুড়ায় নকল প্রসাধনি তৈরির অভিযোগে ২লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী।
২৭মার্চ-২০২৩ইং রোজ সোমবার দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।বগুড়া সদর উপজেলার নারুলী দক্ষিণ পাড়া এলাকায় নকল প্রসাধনি তৈরির অভিযোগ কলিন্স কসমেটিকস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।গোপনীয় তথ্য ছিলো নারুলি বাজারে কলিন্স কসমেটিকস বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস/পারফিউমের এর খালি কৌটায় নিজস্ব তৈরী কসমেটিকস/পারফিউম ভর্তি করে বিক্রয় ও বাজারজাত করছিলো।এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
কারখানার মালিক আব্দুল মমিন করিন্স সত্যতা স্বীকার করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী করিন্স কসমেটিকসকে ২,০০,০০০/-(দুই লক্ষ)টাকা জরিমানা আদায় করা হয়।এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।এ সময় জেলা পুলিশের একটি চৌকশদল সহযোগীতা করেন।জাতীয় ভোক্তা অধিদপ্তরের বগুড়া কার্যলয়ের সহকারী পরিচালক ইফতে খারুল আলম রেজবী জানান,জনস্বার্থে এ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।