রিপোর্টারঃ এম এ শাহিন বগুড়া জেলা প্রতিনিধি–বগুড়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার নকল চিপস ধ্বংস করা হয়েছে।এছাড়াও অভিযানকালে ওই নকল চিপসের কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।রোববার দুপুর ১২ টার দিকে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বেজোড়া হিন্দুপাড়ায় ওমর ফারুক নামে নকল চিপসের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী৷রিজভী জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেজোড়া হিন্দুপাড়ায় ইমরান আলীর ওমর ফারুখ চিপসের কারখানায় অভিযান চালানো হয়৷অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ডিং ডং নামে চিপস তৈরী করছিলো। চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লেখা ছিল।চিপসের প্যাকেটে শিশুদের প্রলুব্ধ করার জন্য খেলনা দেয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ।চিপসের গায়ে কারখানার ঠিকানা মধুপুর,টাঙ্গাইল লেখা থাকলেও উৎপাদন হচ্ছিলো বগুড়ায়।এসব অপরাধের কারণে মালিককে ৬০ হাজার টাকা জরিমানা এবং পাঁচ হাজার পিস নকল ও ক্ষতিকর চিপস ধ্বংস করা হয়।অভিযানে জেলা পুলিশ সহযোগিতা করে।