বগুড়ায় অনুমোদনহীন ও নকল কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়িকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার)টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার ৩ এপ্রিল-২০২৩ইং দুপুরে সদর উপজেলার নিউ মার্কেট ও চুড়ি পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে,ঈদ উপলক্ষ্যে বগুড়া সদর উপজেলার নিউমার্কেট ও চুড়ি পট্টিতে বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিউ মার্কেটে শাহ বিপনিকে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে ২০,০০০(বিশ হাজার) এবং চুড়ি পট্টিতে মা স্টোরকে নকল কসমেটিকস বিক্রির দায়ে ৩০,০০০(ত্রিশ হাজার)টাকা জরিমানা করা হয়।এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।এসময় সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সতর্ক করা হয়।এ অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।