সিপিসি-৩, বগুড়া ক্যাম্প র্যাব-১২,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন জুম্মাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর নাহিদুল ইসলাম(নয়ন)হত্যা মামলার পলাতক প্রধান আসামী অবস্থান করিতেছে।এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২,সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় ৩ এপ্রিল সিপিসি-৩ বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুর রাজ্জাক(ওরফে)চিকে রাজ্জাক(৪৭),পিতা- মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল, সাং-পূর্ব মহিষাবান (মাস্টার পাড়া)গ্রেফতার করে। উল্লেখ্য যে, মৃত নাহিদুল ইসলাম নয়ন(৩২),পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং চক মড়িয়া প্রামাণিকপাড়া,পোঃ মড়িয়া,থানা- গাবতলী,জেলা-বগুড়া’কে গত ১১মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ বাড়ি হতে ডেকে নিয়ে মহিষাবান ইউনিয়নের অন্তর্গত দেবোত্তরপাড়া সোনারপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মজনু মিয়ার নির্জন বাঁশঝাড়ের ভিতরে আসামীগণ কর্তৃক নৃশংসভাবে হত্যার অভিযোগে গাবতলী থানার মামলা নং-১৫, তারিখ-১৩-০৩-২০২৩ ইং ধারা-৩০২/৩৪ রুজু হয়। ধৃত আসামী অত্যন্ত চতুর।সে একই জায়গায় বেশিদিন অবস্থান করে না ও ঘন ঘন বাসা পরিবর্তন করে বিধায় এতোদিন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য যে ধৃত আসামীর বিরুদ্ধে আরো কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।