পবিত্র ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে ১ হাজার ৬০০ টি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। শহরের প্রধান জামাত সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।এতে ইমামতি করবেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম মুফতি মাওলানা আবদুল কাদের। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ,কেন্দ্রীয় বড় মসজিদ ও সূত্রাপুর মারকাজ মসজিদে নামাজ আদায় করা হবে।এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।জেলা প্রশাসক বলেন, ‘ঈদুল ফিতরে জেলার প্রধান জামাত এই মাঠে অনুষ্ঠিত হবে।এতে ১০থেকে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন।এ উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এজন্য জেলা প্রশাসন,পুলিশ বিভাগসহ সকল দপ্তর সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছেন।পুলিশ সুপার বলেন,ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে।সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তাবলয় থাকবে।নারী পুলিশ, সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশও মাঠে মোতায়েন থাকবে।এছাড়া ঈদকে ঘিরে কোন ধরণের নাশকতার আশংকা নেই। এবারের ঈদ হবে মানবিক ঈদ।সবাই এই ঈদের মাধ্যমে মানবতার বার্তা সবার কাছে পৌছে দিবে বলে আমরা প্রত্যাশা করছি।পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক(উপসচিব)মাসুম আলী বেগ,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)স্নিগ্ধ আখতার,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোতাহার হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম,সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী,ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ, বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন