বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র বিশেষ অভিযানে ৩৬০(তিনশত ষাট)বস্তা ১৮(আঠারো)মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাৎ এর ঘটনায় আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ০৫(পাঁচ)সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ী সোনারপাড়া,মৃত:দবির উদ্দিন আনার এর ছেলে আব্দুল আলীম(৫০),শাজাহানপুর উপজেলা ফুলতলার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে আল আমিন ওরফে আলাউদ্দিন(৩৫),ধুনট উপজেলা নিমগাছি উত্তরপাড়ার মৃত ছোলাইমান আকন্দের ছেলে মামুনুর রশিদ মামুন (৪৮),একই উপজেলার সরুগ্রামের মৃত আজিজার সাকিদারের ছেলে সজল(৩৫),উত্তর চুনিয়াপাড়ার মৃত মন্তাজ মন্ডল এর ছেলে রফিকুল ইসলাম (৪২)
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সিলেট ফেঞ্চুগঞ্জ এর একতা ট্রান্সপোর্ট এজেন্সির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ স্বপন(৪৭)গত ২৫সেপ্টেম্বর ২০২২ তারিখ বেলা অনুমান ৩.৩০ ঘটিকার সময় একতা ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিঃ হইতে আসামী বদলী ড্রাইভার আল আমিন ওরফে আলাউদ্দিন চালিত ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-৮১৯২-তে ৩৬০(তিনশত ষাট) বস্তা, যাহা ১৮(আঠারো) মেট্রিক টন এবং মূল্য অনুমান ১০০০×৩৬০=৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) টাকা ইউরিয়া সার বোঝাই করে রংপুর বাফার গুদামের উদ্দেশ্যে রওনা করে।
উক্ত সার যথাস্থানে না যাওয়ায় বাদী বিভিন্ন স্থানে খোজ খবর করতে থাকে পরবর্তীতে আসামী আল আমিন ওরফে আলাউদ্দিন এর সাথে ফোনে যোগাযোগ করা হইলে বিভিন্ন তালবাহানা করতে থাকে।একপর্যায়ে বাদী জানতে পারে যে বাদীর ট্রাক ভর্তি ইউরিয়া সার ধুনট থানাধীন গোসাইবাড়ী বাজারে আসামী রফিকুল ইসলামের দোকানে বিক্রয় করিয়াছে।
উক্ত বিষয়ে বাদী একতা ট্রান্সপোর্ট এজেন্সির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ স্বপন ডিবি বগুড়ার সরনাপন্ন হইলে বগুড়া ডিবির একটি টিম ৭অক্টোবর ২০২২ তারিখ বিভিন্ন সময়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকা হইতে ৩৬০(তিনশত ষাট)বস্তা ১৮(আঠারো)মেট্রিক টন ইউরিয়া সার আত্মসাৎ এর ঘটনায় আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ০৫(পাঁচ)সদস্যকে গ্রেফতার করেন।
সার আত্মসাৎ করার কাজে ব্যবহৃত ০১(একটি)ট্রাক ও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, তাহারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন ট্রান্সপোর্ট এর মাধ্যমে জব্দকৃত ট্রাক দ্বারা ভূয়া ড্রাইভার ও কাগজ পত্র প্রদান করে মালামাল সংগ্রহ করিয়া দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কথা থাকলেও তাহারা যথাস্থানে মাল না পৌঁছিয়ে তাহাদের সহযোগি অনান্য আসামীদের মাধ্যমে বিক্রি করিয়া দেয়। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন একতা ট্রান্সপোর্ট এজেন্সি,ফেঞ্চুগঞ্জ,সিলেট এর শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিঃ কোং হইতে ৩৬০(তিনশত ষাট)বস্তা ১৮ (আঠারো)মেট্রিক টন ইউরিয়া সার বহন করিয়া রংপুরের উদ্দেশ্যে রওনা করিয়া গন্তব্যস্থলে না পৌঁছিয়ে তাহাদের অনান্য সহযোগিগণের মাধ্যমে বগুড়া জেলার ধুনট থানাধীন গোসাইবাড়ী আসামী রফিকুল ইসলাম এর সারের দোকানের মাধ্যমে আত্মসাৎকৃত ৩৬০(তিনশত ষাট)বস্তা ১৮(আঠারো) মেট্রিক টন ইউরিয়া সার ভোক্তা পর্যায়ে বিক্রি করিয়াছে মর্মে জানায়। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২