বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কুতুবপুর তালতলায় বালুবাহী ট্রাকচাপায় ইয়াছিন আলী সরকার (৭৫) নামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
নিহত ইয়াছিন আলী সরকার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের মৃত গোলা সরকারের ছেলে। তিনি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টায় ইয়াছিন আলী সরকার বাইসাইকেল নিয়ে টেইলার্স থেকে কাপড় নেয়ার জন্য কুতুবপুর বাজারে যাবার পথে তালতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ দুরুল হোদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছেন।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২