বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলন।
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলন দীর্ঘ ২০বছর পর অনুষ্ঠিত হয়েছে,২০০২সালে সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল,২০২১ সালে আগের আহ্বায়ক কমিটি ভেঙে নূরুল ইসলাম বাদশাকে আহ্বায়ক ও সাদেক মোহাম্মদ আজিজ লাবলুকে যুগ্ম আহ্বায়ক করে আরও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১০ সেপ্টেম্বর-২০২২ রোজ শনিবার সকাল ৯টায় সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সারিয়াকান্দি উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. এ কে এম সাইফুল ইসলাম,বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,বগুড়া জেলা বিএনপি'র সাবেক সভাপতি সাইফুল ইসলাম,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা,লাভলী রহমান,বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন,বগুড়া শহর বিএনপি'র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।
উক্ত সম্মেলনে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ৫১৪ভোটে নির্বাচিত হয়েছেন নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক হিসেবে ৩৯৫ ভোটে বিজয়ী হয়েছেন আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক(১)৪০১ ভোটে শ্যামল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক(২)৩৬৪ ভোটে মহিদুল ইসলাম।
উল্লেখ্য,একসাথে সারিয়াকান্দি পৌর বিএনপির সম্মেলনে ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সহিদুল ইসলাম সনি,১৯৪ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম হিরা এবং ১৮৪ভোটে সাংগঠনিক সম্পাদক(১)বিজয়ী সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব ১৬৬ভোটে সাংগঠনিক সম্পাদক(২)পদে নির্বাচিত হয়েছেন।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া প্রতিনিধি।
মোবাঃ ০১৭৫৫৪২৭৭৯২