বগুড়ার শিবগঞ্জে নকল ঔষুধ কারখানা অভিযানে আটক -১জনকে আটক করেছে বগুড়ার শিবগঞ্জের পল্লীতে নকল ঔষুধ কারাখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় বিপুল পরিমাণ নকল ঔষুধ সহ বিভিন্ন সরঞ্জমাদি জব্দ,কারখানার মালিক গ্রেফতার।কারখানা মালিককে ১মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতে।
জানা যায়,শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভূমি)তাসনিমুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালান করেন।এসময় উপস্থিত ছিলেন বগুড়া সহকারী পরিচালক ঔষুধ প্রশাসন শরিফুল ইসলাম মোল্লা।ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন সময়ে বিপুল পরিমাণ নকল ঔষুধ,নকল উৎপাদন লাইসেন্স নম্বর সহ ঔষধ উপাদনের লেবেল,কার্টুন ও বোতল কর্কসহ,বোতল সিল করার মেশিন,অবৈধ যৌন উত্তেজক ঔষুধ,২০০বোতল সিরাপ ঔষুধ এবং ১বস্তা কাঁচামাল জব্দ করা হয়।এসময় কারখানা মালিক মাইনুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারখানা মালিককে ১মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে এই কারাখানায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা মালিকের ৫০হাজার টাকা অর্থদন্ড করেছিলেন।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২