বগুড়ার শিবগঞ্জের পূর্ব মহাস্থান রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ৩৭বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ্।
তিনি শুক্রবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় জানাযার মাঠে এক সূধী সমাবেশে রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি'র সভাপতিত্বে,তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শিবগঞ্জে ২মেয়াদে এমপি হয়ে যে উন্নয়ন মূলক কাজ হয়েছে এর আগে অনেক এমপির পালাবদল হয়েছে এভাবে কেউ কাজ করতে পারেনি।আগামীতে সবাই এক যোগে লাঙ্গলে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করলে উপজেলার উন্নয়ন তথা মানুষ নানা সুবিধা ভোগ করবে।তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।তিনি বলেন, বিগত ৯ বছরে শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের স্বাক্ষর রেখেছেন। বর্তমান এমপি শিবগঞ্জ উপজেলাকে উন্নত মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষ আন্তরিক সহযোগিতার প্রয়োজন। আগামী সংসদ নির্বাচনে সকলের বৃহত্তর স্বার্থে তাহাকে পুনরায়র বিজয়ী করার জন্য তিনি উপন্থিত সকলের প্রতি আহ্বান জানান।এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী,বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বাবুল মিয়া বাবু,খাইরুল ইসলাম খাজা,সিরাজুল ইসলাম।উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক হোসেন,জহুরুল ইসলাম,জাতীয় পার্টি নেতা আবু বক্কর সিদ্দিক,আবুল হোসেন খোকা, মোশারফ হোসেন,হেলাল উদ্দিন,আজিজার রহমান হবে মাস্টার,শাহাদত হোসেন,মোজাফফর হোসেন,বাবলু মিয়া,শাজাহান আলী,আব্দুর রাজ্জাক,আব্দুর রশিদ,চাঁন মিয়া,জাফরুল ইসলাম,ইউসুফ আলী,আরিফ ইসলাম সুমন, ইসলাম ড্রাইভার,মিষ্টার আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় ছাত্র সমাজ নেতা গোলাম মোস্তফা।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ০৩/০৩/২০২৩ ইং