বগুড়ার শিবগঞ্জের কিচকে রাস্তা থেকে সাইদুল ইসলাম রাজিব(২৫)নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে শনিবার(২০/৫/২০২৩) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করেন।সাইদুল ইসলাম রাজিব(২৫)শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন সাধোর ছেলে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মনঞ্জুরুল আলম লাশটি উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।সাইদুলের স্ত্রী শাকিলা বেগম সাংবাদিকদের জানান,গতকাল শুক্রবার সকাল ৯টার সময় বাড়ি থেকে তার স্বামী গ্রিলের কাজ করার উদ্দেশে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যান।কিন্তু কাজ শেষে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেনি।স্বামীর মোবাইলে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পেয়েছেন। আজ সকাল সাড়ে ৬টার দিকে এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।আমি প্রসাশনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।স্থানীয় সূত্র জানায়, সাইদুল নেশায় আসক্ত ছিলেন।এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে।পুলিশ জানায়, বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের মরদেহ পড়েছিল।তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।
থানার ওসি মনঞ্জুরুল আলম আরো বলেন,এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে মরদেহ মর্গে পাঠানো হবে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে আসামীদের দ্রুত গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকবে।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২০/৫/২০২৩ ইং