বগুড়ার কাহালুতে এক দিনের জৈষ্ঠ্য মেলায় নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ ১০জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে আজ শনিবার ২৭ মে সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে গতকাল শুক্রবার কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে এক দিনের এ মেলা বসানো হয়।মেলা গতকাল শেষ হলেও আজ শনিবার সকালে স্কুল মাঠে নাগরদোলাসহ কিছু দোকানপাট খোলা ছিল। সকাল ১১টার দিকে কাহালু উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের স্থায়ী মঞ্চের সামনে স্থাপন করা একটি নাগরদোলায় পাল্লাপাড়া গ্রামের শিশুসহ প্রায় ২৫ জন নারী-পুরুষ ওই নাগরদোলাতে ওঠে।নাগরদোলা ঘোরানোর সময় হঠাৎ করে উপরের শ্যাপ্ট ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত নাগরদোলাটি মাটির ওপর আছড়ে পড়লে তাতে থাকা ২৫ জনের মধ্যে ১০ আহত হন।আহতদের মধ্যে পাল্লাপাড়া গ্রামের রিফাত(১৬),সামির(৯),সজীবকে(১৭)কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাল্লাপাড়া গ্রামের খায়রুলের স্ত্রী রুমার (১৭)অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যরা হলেন পাল্লাপাড়া গ্রামের নুসরাত(১৫), রাবেয়া(২০),রাফি(১৫),সাজিদ(১৭),অথৈ(১৫), গাইবান্ধার দারিয়াপুরের নাফি (৯)এদিকে এ ঘটনার পর নাগরদোলার লোকজন নাগরদোলা ফেলে রেখে পালিয়ে যায়।কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নাগরদোলায় নির্ধারিত আসনের চাইতে অতিরিক্ত লোক ওঠানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন।