বগুড়াতে মাদক বিরোধী অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবতী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্বাবধানে ডিবি ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি টিম বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১১কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির একটি টিম অদ্য ইংরাজী ২৮শে আগষ্ট-২০২২ইং রোজ রবিবার ৯টার দিকে বগুড়া জেলা সদর থানাধীন ছিলিমপুর শজিমেক এর পূর্বপাশে সিটি ফার্মেসীর সামনে পাকা সড়কের উপর থেকে ১১কেজি গাঁজাসহ আটক করে।আটককৃতদের পরিচয় ১|মোঃ মাইনুল হক(৩২)পিতাঃমৃত তৈমুর হোসেন,মাতা-মৃত খিরমন বেগম,সাং-ঘুন্ডোলা,২|মোঃ মোস্তাকিন ইসলাম(১৮) পিতা-মোঃ লালচান,মাতা-মোছাঃবেবি নাজরিন,সাং খোন্দা মাস্তানবাজার,উভয় থানা শিবগঞ্জ,জেলা-চাঁপাই নবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
তথ্য সূত্রঃ ক্রাইম রিপোর্টার